"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
৪
অনিন্দিতা,
ক্যামন আছো সেকথা মুখে না বললেও বুঝতে পারি।
অনুমান করার চোখদুটো এখনও ঠিক ঝাপসা হয়ে যায়নি।
গতকাল ছিল ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস। না, কোন বাণী লিখতে
বসিনি। আমার কোন বাণী তোমার জন্য শুভ বার্তা বয়ে আনবে না।
আর তুমিও কখনও এই দিনটার অপেক্ষায় বসে থাকবে না। থাকার
কথাও নয়। তোমার অপেক্ষার দিনটি ঠিক এর পরের দিন, ৯ই মার্চ।
তোমার সকল ভাবনায় যে দিনটি মিলে মিশে একাকার হয়ে আছে।
এতো দীর্ঘ সময়ের ব্যবধানেও হয়তো সেই দিনটির কথা ভুলে যাওনি,
কারণ অনেক স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না।
আজ সেই ৯ই মার্চ।
ফাগুনের এক বিশেষ দিনে তোমার আমার প্রথম পরিচয়। প্রথম কথা।
প্রথম শুভেচ্ছা বিনিময়। সেই থেকে শুরু দুজনের কথা বলা।
জীবনের
তারে সেদিন প্রথম বেজেছিল ভাললাগার সুর। প্রজাপতির ডানায়
সেদিন প্রথম দেখেছিলাম ভালবাসার সব রঙ। বসন্তের সেই একটি
দিনেই পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া ফুটেছিল হৃদয়ের শাখায় শাখায়।
প্রথম দেখার সেই দিনটি আজও তোমার চোখের কাজল হয়ে
আমাকে টানে প্রতিনিয়ত তোমার কাছে। কোকিলের ডাক শুনে
সেদিন প্রথম মনে হয়েছিল কোন এক কিন্নরী আছে আমার পাশে।
(স্মৃতি পর্বের সমাপ্তি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।