এডিট করুন
আমি এখনো মেয়েদের সাথে ভাল করে মিশিনি, তাই হয়তো
যতই লিখিনা কেন কবিতা, গান, সুর, গল্প, উপন্যাস,
মেয়েদের সাথে ছেলেদের প্রেমের বিষয়টা ঠিক ফুটিয়ে তুলতে পারব না
একরাশ কৃত্রিম শব্দাবলী দিয়ে হয়তো সাজাবো-গোজাবো, গোছাবো
আমার প্রেম বিষয়ক দৃশ্যাবলী।
কিন্তু তা কখনোই হয়ে উঠবে না শব্দময় রঙ্গীন অথবা বাঙ্ময়
কোন অধিকর্তা।
তাই আমি ঠিক করেছি প্রেম বিষয়ক কোন কবিতা লিখব না।
কারণ আমি ক্লোন মানব জন্ম দিতে চাই না।
ক্লোন মানবেরা যে বড় অসহায়।
অল্পতেই তারা নাকি ভেঙ্গে পরে, অসুস্থ হয়ে পড়ে, তারপর মারা যায়।
আমি একটা মৃত্যুঞ্জয়ী কবিতা লিখতে চাই অনিন্দিতা।
তাইতো তোমাকে আর তোমার সাথে আমার পারষ্পরিক প্রেমটা
বড় দরকার।
আমি একটা স্বাভাবিক প্রাকৃতিক কবিতা চাই,
তাই তোমাকে বড় দরকার।
তুমি হবে সেই কবিতার জননী আর আমি হব জনক।
তুমি কি আমার কবিতার জননী হবে অনিন্দিতা?
তোমাকে আমার যে বড় দরকার একটা কবিতা লিখার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।