"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
বলতে ইচ্ছে হয়-
ভাল আছো অনিন্দিতা! আজ হঠাৎ কেন যে দেখা হয়ে গেল!
মনে হয় পেছনের সেই দিনগুলো এক এক করে সব টেনে নিয়ে
আসি। টুকরো হয়ে যাওয়া স্মৃতিগুলো জোড়া লাগিয়ে আরেকটা
সচল আন্দোলন গড়ে তুলি। সেদিনের যে উন্মত্ততা তোমাকে
আমাকে আলাদা করে দিয়েছিল আজ মনে হয় তা ফিরিয়ে দেই।
নতুন কোন স্বৈরশাসনে পুরোপুরি বানচাল করে দেই সেদিনের সেই
আন্দোলন। মনে হয় আবার নতুন করে শুরু করি জীবনের অসমাপ্ত
অধ্যায়। মিশে যাই তুমি আমি কোন এক অচেনা শহরে। অতীতকে
নতুন করে সাজাই বর্তমানের আড়ালে। একি! তোমার চোখে জল কেন?
উফ্ এদিকে বড্ড ধূলো। চলো ওদিকটায় যেয়ে দাঁড়াই। কি আশ্চর্য!
সামান্য ধূলিকণাও বুঝি মানুষের চোখে এমন করে জল এনে দেয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।