"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা
পর্ব - ৬
কল্পনা দত্ত
রাজদ্রোহ মামলায় যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত।
তারকেশ্বর দস্তিদার
রাজদ্রোহ মামলায় মাস্টারদার সাথে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।
নির্মল সেন
২৩ জুন '৩২ সালে ধলঘাটের যুদ্ধে শহীদ
ছবিগুলো বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতিসংস্থা, কলিকাতা, কর্তৃক প্রকাশিত স্মরণিকা 'সূর্যসেন স্মৃতি' থেকে নেওয়া হয়েছে। ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ের যুদ্ধে শহীদ বিপ্লবীদের ছবি বার বার আপলোড করার চেষ্টা করে ব্যর্থ হলাম। সম্ভবত কোনো সফটওয়্যার জনিত জটিলতা। কাল আবার চেষ্টা করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।