আমাদের কথা খুঁজে নিন

   

বিলেতের ভালোবাসা

মিডিয়া

ভালোবাস দিবসের জন্য উন্নত মানের চটি সাহিত্য যায়যায়দিনকে ধণ্যবাদ দিয়ে শুরু করছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সহপাঠীদের বিছানার নিচে ফেব্রয়ারী মাসে একটাই ম্যাগাজিন পাওয়া যেত সেটি যায়য়ায় দিন। পরার টেবিলে লুকিয়ে লুকিয়ে যায়য়ায় দিন পরতো। ভাবতাম ওরা বইয়ের পোকা হয়ে গেছে। পরে আমিও নিয়মিত পাঠক হয়ে গেলাম, দেখলাম আর নীল ক্ষেতে গিয়ে চটি কিনতে হচ্ছেনা।

আগে ভাবতাম ঐগুলো সত্য গল্প। তাই পরতাম , পরে জানলাম এগুলো ভালোবাসা নিয়ে সস্তা সুরসুরি । আর পত্রিকার কাটতির জন্য বাহানা মাত্র। তবে সাধু বাদ এই জন্য যে যায়যায় দিন এ উছিলায় কিছু লেখক তৈরী করতে পেরেছে। এবার আসি বিলেতের ভালোবাসায়।

সকালে ঘুম থেকে উঠে অফিসে দৌড়াতে হলো। ভালোবাসা দিবস রিপোট করেতে হবে। আমাকে রিপোট করলেই হবেনা কে কিভাবে ভালোবাসা প্রকাশ করছে সেটির ভিজূ্যয়ালাইজেশন করতে হবে। বাংলাদেশে ভালোবাসার ভিজু্যয়ালাইজেশন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর সোহরাওয়াদর্ী উদ্যান কিংবা কবী নজরুলের মাজারে গেলেই কারবার খতম, কিন্তু লণ্ডনে ফ্লিমিং করা বড়ই যন্ত্রনা দায়ক সেন্ট্রাল লন্ডনে গিয়ে ডজন খানেক লোকের ইন্টার ভিউ করলাম। ইমোশনের দৃশ্য ধারন করা খুবই বিপদজ্জনক।

লাইসেন্স এবং অনুমতি ছাড়া কোন দৃশ্য ধারন করা যায়না। তাই মনে হচ্ছিল কিছু ক্ষনের জন্য বাংলাদেশে চলে যাই রিক্মা করে একটু বেড়িয়ে আসি, কিছুক্ষন সংসদ ভবনের বাতাস খেয়ে আসি..বিলেতের বাবুরা রিক্সা করে ঘুরে বেড়ানোর আনন্দই বুঝেনা ওরা ভাবে সবার সাম েন জড়িয়ে ধরে চুমু খেলেই ভালোবাসা প্রকাশ পায়। 25 নং বাসে তো আজকে বাঙালীরা যা করলো পারেনা মেয়েটাকে বাসের মধ্যেই.... যাক আজকে এই দিনে ব্লগে এই সব লিখে পেজ নষ্ট করা ঠিক হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।