আমাদের কথা খুঁজে নিন

   

সর্বাধুনিক ট্রেন

কয়েকদিন আগেই প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার ছুটে ট্রেনের গতির বিশ্বরেকর্ড করেছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চালু করে চীন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম তাদের দুটি ট্রেন ১০ ঘণ্টার পথ পাড়ি দেয় মাত্র তিন ঘণ্টায়। মধ্য চীনের উহান শহর এবং দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংঝু পর্যন্ত এ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এই রুটে গত বছরের ৯ ডিসেম্বর ট্রেন চালিয়েছিল চীন।

তখন তার গতি উঠেছিল ঘণ্টায় ৩৯৪ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত।

দুটি ট্রেন যাত্রা করে তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পেঁৗছায়। এর আগে এ পথ পাড়ি দিতে লাগত ১০ ঘণ্টার বেশি। চীনে উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর পাঁচ বছরেই বুলেট ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। এখন চীনের বিভিন্ন শহরে উচ্চগতির ট্রেন যাতায়াত করে।

প্রতি ঘণ্টায় ট্রেন ৩০০ কিলোমিটার নির্বিঘ্নে চলে যেতে পারছে। এসব ট্রেনযাত্রা খুবই আরামদায়ক এবং নির্ধারিত সময়ে ট্রেনের প্লাটফর্ম ছেড়ে যায় বলেও খ্যাতি রয়েছে। এরপর যুক্ত হতে যাচ্ছে আরও উচ্চগতির ট্রেন। চীনে ৫০০ কিলোমিটার গতিবেগের ট্রেন যোগ করেছে নতুন মাত্রা। চীন তাদের উদ্ভাবিত একটি নতুন দ্রুতগামী ট্রেনের পরীক্ষা চালিয়েছে।

এই সপ্তাহের প্রথম দিকে চালানো পরীক্ষায় ট্রেনটি ঘণ্টায় প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। উচ্চগতির ট্রেন নির্মাণে চীনের উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের পথে ট্রেনটির উদ্ভাবন দেশটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। নতুন এই ট্রেনকে চীনের সবচেয়ে বড় ট্রেন প্রস্তুতকারক কোম্পানি সিএসআরের একটি সহযোগী প্রতিষ্ঠান তৈরি করেছে বলে জানা যায়। ট্রেনটির নকশা পরিকল্পনা করার সময় চীনের প্রাচীনকালের একটি তলোয়ারের নমুনাকে অনুসরণ করে। ট্রেনটি চীনের বর্তমান উচ্চগতির রেলওয়ে ব্যবস্থায় নতুন গতির সঞ্চার করবে।

বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার পর থেকে চীনে নতুন করে উচ্চগতির ট্রেন নির্মাণ বন্ধ ছিল। তবে অনেকেই দুর্ঘটনার ভয়ে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টার ট্রেনে এখনো চড়তে সাহস করছেন না। এ জন্য বলা হয়ে থাকে উচ্চগতিই মুখ্য নয়। সবার আগে ভাবতে হবে নিরাপত্তার কথা। তবে কিছু কিছু অঞ্চলে নিরাপত্তার খাতিরে বুলেট ট্রেনের গতি এরই মধ্যে কমানো হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.